সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের পঞ্চম দিন
প্রকাশিত : ২২:৪৬, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:০১, ২ এপ্রিল ২০১৮
পঞ্চম দিনে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাভিশন, আরটিভি, ইনকিলাব, চ্যানেল ২৪ এবং কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে বিডিনিউজ ২৪, বাংলাভিশন, চ্যানেল ২৪ ও চ্যানেল আই।
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম দিনে তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের এই খেলা অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বাংলাভিশন ও এটিএন বাংলার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায়।
পঞ্চম দিনের খেলার ফলাফল:
তৃতীয় রাউন্ড: বাংলাভিশন ৫৮ রানে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মাহফুজুর রহমান। আরটিভি ৩ উইকেটে এসএ টিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন রকিবুল ইসলাম মানিক। ইনকিলাব ৫১ রানে দ্য ইন্ডিপেন্ডেন্টকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। চ্যানেল ২৪ এনটিভিকে ৪৩ রানে হারায়। ম্যাচ সেরা হয়েছেন সাদমান সাকিব।
কোয়ার্টার ফাইনাল: বিডি নিউজ ২৪ আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরিফুল ইসলাম রনি। বাংলাভিশন ৩৬ রানে ইনকিলাবকে পরাজিত করে । ম্যাচ সেরা হয়েছেন মিজানুর রহমান সবুজ। চ্যানেল২৪ আরটিভিকে ২ উইকেটে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন সাদমান সাকিব। চ্যানেল আই ৪ রানে জাগো নিউজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রাহুল।
পঞ্চম দিনে মাঠে উপস্থিত ছিলেন সাব গেমসের নারী রেসলার সিলভার পদক জয়ী শিরিন সুলতানা। ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি লিটন সাহা। ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া। ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, আবু দারদা যোবায়ের, বিএসজে’র সভাপতি সাইদুর রহমান শামীম। এছাড়া ক্রিকেট কমিটির সদস্য সচিব মাইনুল হাসান সোহেল, সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ, বদরুল আলম চৌধুরী খোকন, মোরসালিন আহমেদ, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামীকালের খেলা (০৩ এপ্রিল ২০১৮) সেমিফাইনাল:
বিডিনিউজ ২৪ বনাম বাংলাভিশন (সকাল ৮:৩০টা) মাঠ-২
চ্যানেল ২৪ বনাম চ্যানেল আই (সকাল ৮:৩০টা) মাঠ-১
ফাইনাল
দুই সেমিফাইনাল বিজয়ী (বেলা ১১:০০টা)
কেআই/টিকে